বরিশালে একুশে আয়োজনের শুরু

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বরিশাল সিটি করপোরেশনের সহযোগীতায় আলপনা ও তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়। এর আগে সাকল ১০ টার দিকে বরিশাল চারুকলা শিক্ষার্থীরা বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারের দেয়াল আলপনা করেন।
অনুষ্ঠানে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহ-সভাপতি বাসুদেব ঘোষের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও বীর পতীক কে,এস,এ মহিউদ্দিন মানিক, সংস্কৃতিজন শুভংকর চক্রবর্তী, সংস্কৃতিজন পাপিয়া জেসমিন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, অনুষ্ঠন বিষয়ক আহ্বায়ক মো. শাহেদ প্রমুখ।
এদিকে আগামী দুইদিনও বরিশালে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কেন্দ্রীয় শহিদ মিনারে সঙ্গীতানুষ্ঠান, গুণিজন পদক, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য, গীতি আলেখ্য অনুষ্ঠান চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠানের শুরু হয়ে রাত ১১টা অব্দি চলবে। আগামী (২০ ফেব্রুয়ারি) রাতে শহিদ মিনারের সামনের সড়কে আলপনা করা হবে বলে জানিয়েছেন চারুকলার শিক্ষার্থীবৃন্দ।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দোবাশীষ চক্রবতী বলেন, পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী শোষণ-শাসনের প্রয়োজনে ধর্মের দোহাই দিয়ে আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাঙালি জাতি যেমন পরিপূর্ণতা পেয়েছে, তেমনি সারা বিশ্বের কাছে অনন্য দৃষ্টাত স্থাপন করেছে। ‘৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি তরুনরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।